Tuesday, July 20, 2021

একটা প্রজেক্ট এর মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন।SSC 2021 Physics Assignment Answer 1st week

 একটা প্রজেক্ট এর মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন। আবার কবে মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারীর দোকান খুলছে না। যে দোকান টি খোলা আছে তার দোকানে অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে। কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকে তোমাকে এখন কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান ১৬০ গ্রাম/মি বলে দাবি করেছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ ৬৫ সেমিx ৭৫ সেমি। তুমি ইস্থির কলেজে দোকানের কথাটা যাচাই করে দেখবে। বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেমি এর ছোট কোন কিছুর পরিমাপ করা যায় না। আর তোমার বাসায় রান্না হয় মালমশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে ২০ গ্রামের নিচে কোন ভর রেকর্ড হয় না। তারমানে ৮ গ্রামের কোন বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে ৫টি বস্তু নিতে হবে। যাতে তাদের সম্মিলিত ভর ৪০ গ্রাম হয় যা ২০ গ্রামের গুণিতক। তোমার অন্য কোন যন্ত্র ব্যবহারের সুযোগ নেই।
ক) কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত?
খ) কিলোগ্রাম মাপলে এই মানের একক কী দাঁড়াবে?
গ) এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে? তোমার হিসেবের স্বপক্ষে যুক্তি দেখাও।
ঘ)কাগজের প্যাকেটের গায়ে যদি লেখা থাকে (১২০+৫)গ্রাম/মি তার অর্থ হচ্ছে মানটি আসলে ১১৯.৫ হতে ১২০.৫ এককের এর মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ক্রটির মান .৫ একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভূল?

#ssc_assignment_2021
#2021_ssc_assignment_1st_week
#physics_assignment_answer_ssc_2021


 

No comments:

Post a Comment