Wednesday, May 19, 2021

গ্রন্থাগার শিক্ষক ও প্রভাষকদের নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত


 

 

প্রক্রিয়াধীন থাকা গ্রন্থাগার শিক্ষক ও প্রভাষকদের নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোমিনুর রশিদ আমিন বলেছেন, ২৮ মার্চ এমপিও নীতিমালা জারির আগে গ্রন্থাগরিক ও সহকারী গ্রন্থাগারিক যেসব নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছিল সেই সকল নিয়োগ প্রক্রিয়া পূর্বের পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে । অর্থা আগে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান কমিটির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা ছিল ঠিক  সেইভাবে কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়াও তিনি আরও বলেন, যে পদগুলো এখনও শূন্য রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি সেই সকল পদগুলোতে নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ প্রদান করবে। এবারের এমপিও নীতিমালা ২০২১ এ গন্থাগারিকদের পদের শিক্ষক মর্যাদা দিয়ে নতুন নামকরণ “গ্রন্থাগার প্রভাষক” এবং সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগারদের পদের নতুন নাম “সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) করা হয়েছে।

No comments:

Post a Comment